আওয়ার ইসলাম : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুবকদের মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষা গ্রহণের আহবান জানিয়ে বলেন, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে দেশ উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে যুবকদের।
জাতীয় যুব দিবস ২০১৭ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলয়নায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন।
এ সময় রাষ্ট্রপতি যুবকদের আধুনিক বিজ্ঞানমনস্ক শিক্ষা ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতায় সমৃদ্ধ এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরে ইতিবাচক ভূমিকা রাখার মাধ্যমে আপনাদের মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে হবে। এর ফলে দেশ দরিদ্রমুক্ত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।’
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার, উপমন্ত্রী আরিখ খান জয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আসাদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।