আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, দেশের সব উপজেলায় ৩ তলা বাজার নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২০ সালের মধ্যে এ প্রকল্প সম্পন্ন হবে।
তিনি বলেন, এজন্য গ্রামীণ এলাকায় বাজার উন্নয়নের জন্য ১ হাজার ৭০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়। আজকের সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ৪৯১টি উপজেলায় ৫২০টি বাজার নির্মাণ করা হবে। প্রতিটি উপজেলায় ৩ তলা বাজার হবে। যার আয়তন হবে ৩ হাজার থেকে ১০ হাজার বর্গফুটের।
প্রকল্পের পটভূমি সম্পর্কে তিনি বলেন, ‘গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগণের জীবনযাত্রা ও অর্থনীতি কৃষির ওপর অনেকাংশে নির্ভরশীল। কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করতে হলে গ্রামীণ হাট-বাজার নির্মাণ জরুরি। গ্রামাঞ্চলে হাট-বাজারের পূর্ণ সুবিধা থেকে গ্রামীণ কৃষক ও ক্ষুদ্র বিনিয়োগকারীরা (ব্যবসায়ী) সুযোগ পায় না।’