আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে ভিডিও পোস্ট করায় পাকিস্তানকে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
বিষয়টি নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র সচিব কামরুল আহসান (বাইলেটারাল ও কনস্যুলার) বলেন, বাংলাদেশ ইতিহাস বিকৃতির ওই চেষ্টার প্রতিবাদ জানিয়েছে এবং পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে।
তিনি বলেন, 'হাইকমিশনারকে বলা হয়েছে, এ রকম চললে দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। ইতিহাস ইতিহাসই। অপপ্রচার করে ইতিহাসকে ভিন্ন পথে নেয়া যাবে না।'
সচিব বলেন, পাকিস্তানের হাইকমিশনার দুঃখ প্রকাশ করে বলেছেন, এ ঘটনা ‘অনিচ্ছাকৃত’ এবং তারা বিষয়টি ‘বুঝে উঠতে পারেননি’। পরে তারা ভিডিওটি তাদের ফেসবুক পেজ থেকে সরিয়ে ফেলেছেন।