আওয়ার ইসলাম : সরকার বাজার ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
তারা বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। সাধারণ মানুষ তাদের পারিবারিক ব্যয় মিটাতে আজ দিশেহারা। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের দাম। অথচ সরকার এ বিষয়ে নির্বিকার।
আজ জামিয়া রাহমানিয়া মিলনায়তনে অনুষ্ঠিত দুইদিনব্যাপী কেন্দ্রীয় প্রশিক্ষণ মজলিসের সমাপনী অধিবেশনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, বিনাভোটে নির্বাচিত সরকারের জনগণের নিকট কোনো দায়বদ্ধতা নেই। জাতির এ সংকট নিরসনে খেলাফত রাষ্ট্রব্যবস্থাই কমাত্র সমাধান।
সংগঠনের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা এনামুল হক নূরের পরিচালনায় প্রোগ্রামে বিষয় ভিত্তিক আলোচনা পেশ করেন, অভিভাবক পরিষদের সদস্য মাওলানা মুফতি হিফজুর রহমান, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সহ সম্পাদক মাওলানা লিয়াকত আলী, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী, বায়তুলমাল সম্পাদক মাওলানা মাহবুবুল হক, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা নিয়ামতুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহীম প্রমুখ।