আওয়ার ইসলাম : রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার রাত সেয়া ৮টার দিকে জেলা সার্কিট হাউসে পৌঁছান তিনি।
সরাসরি চলে যান সার্কিট হাউসে। সেখানে কক্সবাজার জেলা বিএনপির নেতারা তাকে স্বাগত জানান। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছে দলীয় নেতাদের বিশাল গাড়ি বহর। এসময় বিশাল একটি মিছিলও তার গাড়িবহরের সঙ্গে কক্সবাজার সার্কিট হাউস পর্যন্ত আসে।
গতকাল শনিবার সকালে রাজধানী থেকে রওনা দিয়ে সন্ধ্যার পর চট্টগ্রাম পৌঁছেন তিনি।
সোমবার খালেদা জিয়ার উখিয়ার বালুখালী, বোয়ালমারা ও জামতলী রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের কথা রয়েছে।
মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান সকাল ৯টায় ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য ত্রাণ সামগ্রী সেনা সদস্যদের কাছে হস্তান্তর করবেন। পরে খালেদা জিয়া শরণার্থী শিবিরে যাবেন বলে নেতারা জানিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাতে কক্সবাজার সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাতের খাবার শেষে স্থানীয় নেতাকর্মীদের খোঁজ-খবর নেবেন তিনি।
আরএম