বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের

সিইসির বক্তব্যে গোটা জাতি হতাশ : রিজভী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে বলে মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলনে বলেছেন- সরকার যেভাবে আইন করে দেয় সেভাবেই নির্বাচন কমিশন নির্বাচন করবে।

সেই আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেবে না ইসি। সিইসি’র এমন বক্তব্য গোটা জাতিকে হতাশ করেছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গত ৩১ জুলাই ২০১৭ থেকে সংলাপ শুরু হয়ে ৪৫টি রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাচন পর্যবেক্ষক ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ করেছে নির্বাচন কমিশন। সংলাপে আওয়ামী লীগসহ দু’তিনটি রাজনৈতিক দল ছাড়া সকল দলই নিরপেক্ষ অথবা সহায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দাবি করেছে।

একই সঙ্গে প্রায় সকল দলই নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে। দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমাণ হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না।

তিনি বলেন, দীর্ঘ এই সংলাপের পর আগামী নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন তাতে প্রমান হয়-সরকারের দেখানো পথ ছাড়া তিনি হাঁটবেন না। একটি অবাধ, সুষ্ঠু ও সবার নিকট গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ইসি যেসব পদক্ষেপ নিতে পারে তা তার বক্তব্যে ফুটে ওঠেনি।

তবু আমরা আশা করবো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংলাপে যেসব প্রস্তাবনা উঠে এসেছে সেটির যথাযথ বাস্তবায়ন করবে ইসি। সংলাপের প্রস্তাবনাগুলোর বাস্তবায়ন করতে হলে নিরপেক্ষ বা সহায়ক সরকার এবং সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ অবশ্যই প্রয়োজন। নির্বাচন কমিশন সেটি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আশা করেন তিনি।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ