আওয়ার ইসলাম : বিশ্বের বিভিন্ন মানবিক সংকটে 'মানবিক সহায়তাকারী' দেশের তালিকায় শীর্ষে স্থান করে নিচ্ছে তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এর আগে গত বছরের এক সমিক্ষায় তুরস্ক মানবিক সহায়তাকারী দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এবং মানবিক সহায়তার শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র।
তুরস্কের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসগলু তুরস্কের শীর্ষে থাকার ধারণা ব্যক্ত করে বলেন, বিভিন্ন সংকটে ২০১৭ সালে তুরস্কের সহায়তা প্রদানের পরিমাণ যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি।
তুরস্কের উত্তর-পূর্বের গাজিয়ানতেপ প্রদেশের হাসান কল্যানসু বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইয়ার উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র মানবিক সহায়তা দিয়েছিল ৬.৩ বিলিয়ন ডলার। আর তুরস্কের মানবিক সহায়তার পরিমান ছিল ৬ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিষয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদের আক্রমণ থেকে আপনি বা আমি দূরে আছি তা বলা যাবে না। এটা ভাবা হলে অনেক বড় ভুল হবে।
আরএম