আওয়ার ইসলাম : গত কয়েক সপ্তাহ ধরে বিতর্কের পর সেই তাজমহল পরিদর্শনে গেলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার তিনি তাজমহল পরিদর্শনে যান। সেখানে গিয়ে ঝাড়ু হাতে তাজমহল চত্বর পরিষ্কার করেন আদিত্যনাথ।
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার রাজ্যের মূল পর্যটন কেন্দ্রগুলির তালিকা প্রকাশ করে। কিন্তু সে তালিকায় ছিল না তাজমহলের নাম। এ নিয়ে সমালোচনা শুরু হলে, বিজেপি নেতারা যে সুরে কথা বলা শুরু করেন, তার সারমর্ম হলো- তাহমহলের নাম বাদ দেয়া ঠিক আছে। কারণ তাজমহল একজন ‘বিশ্বাসঘাতকের’ তৈরি, যিনি হিন্দুদের শেষ করে দিতে চেয়েছিলেন।
এ সময় আদিত্যনাথ বলেছিলেন, “তাজমহল ভারতীয়দের রক্ত ও ঘাম দিয়ে তৈরি হয়েছিল।” এরপর তিনি তাজমহল পরিদর্শনে যাবে বলে জানান। অবশেষে বৃহস্পতিবার তিনি তাজমহল পরিদর্শনে যান এবং ঝাড়ু হাতে নিজেই তাজমহলের চত্বর পরিষ্কাকার করেন।