আওয়ার ইসলাম: মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল।
রোহিঙ্গা সংকট সমাধানের জন্য মিয়ানমারের রাজধানী নেইপিদোতে সকালে সুচির সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে কাজ শুরু করেছে মিয়ানমার। ইতিমধ্যে আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দেশটি কাজ শুরু করেছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার নেত্রী সু চির কাছে রোহিঙ্গা সমস্যার বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার নেইপিদোতে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে ৩০ নভেম্বরের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একমত হয় দুই দেশ। এ সময় সীমান্ত নিরাপত্তা নিয়ে দুটি সমঝোতা স্মারক সই করেন দুই দেশের নীতিনির্ধারকরা।
সু চির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ