আওয়ার ইসলাম : নিবন্ধিত দল হিসেবে সংলাপে অংশ নিতে না পেরে গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নির্বাচন কমিশনকে ১৬ দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে এসব প্রস্তাব দিয়েছে দলটি।
বুধবার জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক তাসনীম আলম এক বিবৃতিতে এসব কথা জানান।
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির জানান- জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের বরাবরে ১৬টি প্রস্তাবনা পাঠিয়েছেন।
প্রস্তাবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা ও এর নিরপেক্ষতা নিশ্চিত করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা, সব দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা, নির্বাচনে সেনবাহিনী মোতায়েন, নির্বাচনি এলাকার সীমানা পুনর্বিন্যাস, ভোটার তালিকা হালনাগাদ করা ইত্যাদি। এর বেশিরভাগ প্রস্তাবই ১৫ অক্টোবর বিএনপির দেওয়া প্রস্তাবের মধ্যে ছিল, জাতীয় সংলাপের আয়োজন করা।
প্রসঙ্গত, গত সপ্তাহে জামায়াত ইসির সঙ্গে সংলাপ চেয়ে সিইসিকে চিঠি দেয়। যদিও ইসি কোনও গুরুত্ব দেয়নি। হাইকোর্টের আদেশে দলটির রাজনৈতিক নিবন্ধন স্থগিত রয়েছে। ১৫ অক্টোবর বিএনপির দেওয়া প্রস্তাবের সঙ্গে জামায়াতের বেশিরভাগ প্রস্তাবেরই মিল আছে।
আরএম