সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে; আগামীকাল সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওার ইসলাম : দীর্ঘদিন পর দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার রাত ৮টা ৫০ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।

সর্বশেষ ১৩ জুলাই স্থায়ী কমিটির সদস্যদের সাথে বৈঠক হয়েছিল খালেদা জিয়ার। চেয়ারপারসনের লন্ডন সফরের পর নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে এটাই তার প্রথম বৈঠক।

বিএনপির সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

বৈঠকে ’ভিশন-২০৩০’ নিয়ে বেগম জিয়ার সংবাদ সম্মেলন, রাজনৈতিক পরিস্থিতি, চলমান দলের সাংগঠনিক কার্মকাণ্ডসহ নানা বিষয় আলোচনা হতে পারে।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

আরএম


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ