আওয়ার ইসলাম
ডেস্ক
গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৮ সদস্য দগ্ধ হয়েছেন। রোববার রাতে রাজধানীর ডেমরায় একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
আজ সোমবার ভোর ৫টার দিকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্বজনরা।
দগ্ধরা হলেন মো. আলমগীর (৪৫), তার স্ত্রী ফেরদৌসা (৩৫), ছেলে ঈমন (১৫), শিপন (১২), তাফিন (২) এবং তার ভাতিজা তোফায়েল (২৪) ও তার স্ত্রী রত্না (১৭)। অপরজন হলেন আরিফ (৩৪)।
দগ্ধ ফেরদৌসা জানান, রবিবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে বাসার সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ সময় তার সন্তানদের চিৎকারে তাদের ঘুম ভাঙলে তারা আগুন দেখতে পান। কিভাবে আগুন লেগেছে এ বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি। তবে সে সময় গ্যাসের গন্ধ পেয়েছেন বলে জানান তিনি।
এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটের জরুরি বিভাগে দগ্ধ আটজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিবেশী জয়নাল জানান, গ্যাসের চুলা লিকেজ ছিল। এ কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।