আওয়ার ইসলাম : জিয়াউর রহমান ও বিগত বিএনপি সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রসংশাকে বিএনপিকে নির্বাচনে আনার কৌশল মনে করছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছেন কি না সেটি নিশ্চিত হতে হবে, বলে থাকলে সেটি নির্বাচনে আনার কৌশল হতে পারে।
সোমবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এমন মন্তব্য করেন।
সিইসির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগ জানতে চাইবে জানিয়ে তিনি বলেন, ‘তিনি (সিইসি) এটি প্রেস ব্রিফিং এ বলেননি, বলেছেন ভেতরে। আমরাও মিটিংয়ে যাবো। তখন আমরা জানতে চাইবো তিনি আসলে কী বলেছেন।’
উল্লেখ্য, গতকাল রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেয় বিএনপি। সংলাপের সূচনা বক্তব্যে সিইসি কেএম নুরুল হুদা বলেন, ‘জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।’