আওয়ার ইসলাম: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং ঢাকা এসেছেন।
চার দিনের সফরে তিনি রোহিঙ্গাদের পরিদর্শনের পাশাপাশি সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। সোমবার (১৬ অক্টোবর) কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবেন আইওএম মহাপরিচালক।
২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রাখাইনে তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন শুরুর পর এখন পর্যন্ত ৫ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা সেখান থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৫ হাজারেরও বেশি নিরীহ রোহিঙ্গা।