সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


মোগাদিসুতে ভয়ঙ্কর বোমা হামলায় নিহতের সংখ্যা ২৩১ ছাড়িয়েছে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি ব্যস্ত এলাকায় এক ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা ২৩১ ছাড়িয়েছে। বার্তা সংস্থা এপি

এর আগে তাৎক্ষণিকভাবে ৮৫ জন লোক নিহতের খবর দিয়েছিল বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, একটি হোটেলের প্রবেশপথের সামনে দাঁড়িয়ে থাকা বিস্ফোরকভর্তি ট্রাক দিয়ে এই বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আরও অন্তত ২৭৫ জন আহত হয়েছেন।

এ বোমা হামলা কারা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে বিবিসি বলেছে, সোমালিয়ায় আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব গোষ্ঠী সরকারের বিরুদ্ধে যুদ্ধরত, এবং মোগাডিসু তাদের নিয়মিত টার্গেট।

জানা যায়, সাফারি নামের হোটেল ভবনটি ভেঙে পড়েছে এবং আশংকা করা হচ্ছে বহুলোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।

শহরের একজন বাসিন্দা বলেছেন, বিস্ফোরণে পুরো এলাকাটি ধ্বংস হয়ে গেছে। বলা হচ্ছে, মোগাদিসুতে এর আগে যত হামলা হয়েছে তার মধ্যে এটি অন্যতম বৃহৎ আকারের বোমা হামলা।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ