আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক
মুসলামানের ধর্মীয় দিবস উপলক্ষ্যে জাতীয় ছুটি ঘোষণার পরিকল্পনা করছে জার্মান সরকার। জার্মানির ক্ষমতাসীন ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন তাদের এ পরিকল্পনার কথা ঘোষণা করেছে।
ক্ষমতাসীন দলগুলোর সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
জার্মান গণমাধ্যমের বর্ণনা মতে, সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি ম্যাজার গণমাধ্যমকর্মীদের বলেছেন তার সরকার মুসলমানের ধর্মীয় দিবস উপলক্ষ্যে ১ দিন জাতীয় ছুটি ঘোষণার চিন্তা করছে। বিষয়টি নিয়ে সরকারের নীতি নির্ধানণী মহলেও আলোচনা চলছে।
তবে সরকারের অনেক সিনিয়র নেতা এ প্রস্তাবের প্রকাশ্য বিরোধিতা করছেন।
উল্লেখ্য, জার্মানিতে ৪.৭ মিলিয়ন মুসলিম বসবাস করেন। যাদের অধিকাংশ তুর্কি বংশোদ্ভূত।
সূত্র : ডেইলি সাবাহ