ইসলামী পোশাক প্রদর্শনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্দোনেশিয়ার ইসলামিক পোশাক ডিজাইনার এসোসিয়েশন (IMFD) "ইসলামিক ফ্যাশন উইক -২০১৭"। জানা যায় এই অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতা করেছে ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আজ ১২ অক্টোবর থেকে শুরু হয়ে একাধারে ১৫ই অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। প্রদর্শনীতে ১৫০টি স্টলে দেশী ও বিদেশী ৬০টি নতুন মডেলের ইসলামী পোশাক উপস্থাপন করা হবে।
ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের সহকারী মার্কেটিং ম্যানেজার 'স্ট্রি রিগু এস্টুটি বলেন: এই প্রদর্শনীর মাধ্যমে আমরা চেষ্টা করব বিভিন্ন কোম্পানি, শিল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানকে একত্রিত করা এবং ইন্দোনেশিয়ারে বিশ্বের ইসলামী পোশাকের রাজধানী হিসেবে পরিচিত করানো।
তিনি বলেন: খাদ্য সামগ্রীর সহ অন্যান্য উপহার সামগ্রীর সাথে সাথে ইসলামী পোশাকও পর্যটন শিল্পের উন্নয়নের ক্ষেত্রে সাহায্য করে। কারণ পোশাক ক্রয়য়ের ক্ষেত্রে পর্যটকগণ মোটা অংকের অর্থ ব্যয় করেন।