আওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ, বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ, বার্মিজ পণ্য বর্জন, তাদের সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ত্যাগ, চলমান গণহত্যা বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং রোহিঙ্গা শরণার্থীদের নাগরিক অধিকার দিয়ে স্বদেশে ফেরত নেয়ার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ৬ অক্টোবর শুক্রবাদ বাদ জুমা ঐতিহাসিক চট্টগ্রাম লালদীঘি ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
মহাসমাবেশ সফল করার জন্য একযুক্ত বিবৃতিতে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী, মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা আবদুল মালেক হালিম. মাওলানা হাফেজ তাজুল ইসলাম, যুগ্নমহাসচিব মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা লোকমান হাকীম, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা মঈনুদ্দিন রুহী, অর্থসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা সরোয়ার কামাল আজিজী প্রমুখ নেতৃবৃন্দ।