ভারতের অর্থ ও করপোরেট বিষয়ক মন্ত্রী অরুণ জেটলি আজ ঢাকা আসছেন। তিন দিনের এ সফরে তার সঙ্গে ৩০ সদস্যের ব্যবসায়ী দল থাকবে বলে জানা গেছে।
জানা যায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে এই সফরে আসছেন তিনি। সফরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে নেওয়া অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন অংশীদারিত্ব উদ্যোগগুলোর অবস্থা পর্যালোচনা করবেন।
এই সফরে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ‘ভারত সরকারের ম্যাক্রোইকোনমিক ইনিশিয়েটিভ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন অরুণ জেটলি।