বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাশ্মিরে বিএসএফ কাম্পে হামলা: ১ গেরিলা নিহত, বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে বিএসএফ কাম্পে হামলায় এক গেরিলা নিহত ও বিএসএফের ৩ সদস্য আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার) ভোর সাড়ে ৪টা নাগাদ মধ্য কাশ্মিরের বাডগাম জেলায় গোগো হুমহামা এলাকায় শ্রীনগর বিমানবন্দরের কাছে এক বিএসএফ ক্যাম্পে সন্দেহভাজন অজ্ঞাত গেরিলারা হামলা চালালে ওই হতাহতের ঘটনা ঘটে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে প্রকাশ, কিছু সন্দেহভাজন গেরিলা বিএসএফের ১৮২ ব্যাটেলিয়ানের ক্যাম্পে হামলা চালিয়েছে।

স্থানীয় সূত্র বলছে, এদিন ভোর ৪ টা নাগাদ প্রথম বিস্ফোরণ হয় এবং পরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এসময় সাইরেনের শব্দও শোনা যায়।

এন ডি টিভি বলছে, গেরিলা হামলার পর শ্রীনগর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং সকালের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সামরিক বাহিনী ও গেরিলাদের মধ্যে এখনো সংঘর্ষ চলছে এবং ঘটনাস্থল থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ আসছে।

শ্রীনগর থেকে দৈনিক ৩৬ টি ফ্লাইট যাতায়াত করে থাকে। কর্তৃপক্ষ বলছেন, পরবর্তী পরিস্থিতি দেখে ফ্লাইট চলাচল নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

‘আজতক’ হিন্দি টিভি ওয়েবে বলা হচ্ছে, গেরিলারা যে ভবনে ঢুকেছে তার চারপাশে সিআরপিএফ, ৫৩ রাষ্ট্রীয় রাইফেলস, বিএসএফ এবং স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা ঘিরে ফেলেছে। এখনো দুই গেরিলা প্রশাসনিক ভবনের মধ্যে লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ