আবরার আবদুল্লাহ : সৌদি বাদশাহ সালমান কয়েকদিনের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন। সৌদি আরবের উচ্চ পদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বরাতে এমন সংসাদ প্রকাশ করেছে গণমাধ্যম আরব নিউজ।
রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন সৌদি বাদশার রাশিয়া সফরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
পেসকোভ আরও বলেন, সৌদি আরব আরব বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলায় এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ধারণা করা হচ্ছে, সৌদি বাদশাহ রাশিয়ার সঙ্গে সিরিয়া, ইসরাইল-ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট নিয়ে আলোচনা করবেন।
এ সময় অস্ত্রক্রয়সহ কয়েকটি চুক্তি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
সূত্র : আরব নিউজ