আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অস্ত্রধারী শহরের একটি মিউজিক ফেস্টিভালের ওপর গুলিবর্ষণ করলে তাতে অন্তত ২০ জন নিহত হয়েছে। এ হামলায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে।
পুলিশ নিশ্চিত করেছে সন্দেহভাজন হামলাকারী ঐ শহরেরই একজন বাসিন্দা এবং সে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে।
তবে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ ম্যারিলু ডেনলি নামে এক নারীকে খুঁজছে, যিনি ঐ হামলাকারী সঙ্গে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, অস্ত্রধারী মান্দালে বে হোটেলের ৩২ তলার একটি কামরা থেকে নীচে মিউজিক ফেস্টিভালের ওপর গুলি বর্ষণ করে।
সেখানে দেখা যায় শত শত মানুষ দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর গুলির যে শব্দ শোনা যায় তা থেকে ধারণা করা হয় যে সেটা একটা স্বয়ংক্রিয় বন্দুকের শব্দ। টিভিতে দেখানো সরাসরি ফুটেজে দেখা যায় লাস ভেগাস স্ট্রিপে ভারী অস্ত্রসহ পুলিশ অবস্থান করছিল। স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি।