আওয়ার ইসলাম: বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) জানিয়েছেন, গত আগস্ট মাসে সারাদেশে ১৪৩টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন এ তথ্য জানায়।
এই হত্যাকাণ্ডের হার ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিশন।
মানবাধিকার কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে আগস্ট মাসে গড়ে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটে প্রায় ৪ দশমিক ৬১ জন।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টেশন বিভাগের জরিপে দেখা যায়, ১৪৩টি হত্যার মধ্যে যৌতুকের কারণে ৪ জনকে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় হত্যা করা হয়েছে ১৮ জনকে। আর সামাজিক সহিংসতায় হত্যা ৪৯ জন।
এছাড়া রাজনৈতিক কারণে হত্যা ৪ জন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যা ৭ জন, চিকিৎসকের অবহেলায় মৃত্যু ৪ জন, অপহরণের পর হত্যা ৭ জন, গুপ্তহত্যা ৪ জন, রহস্যজনক মৃত্যু ৪১ জন ও ধর্ষণের পর ৫ জনকে হত্যা করা হয়েছে।
এছাড়া জুলাই মাসে ধর্ষণ ৫৪, যৌন নির্যাতন ১১, যৌতুক নির্যাতন নয়, এসিড নিক্ষেপ একজন ও পাঁচজন সাংবাদিক নির্যাতনের শিকার হন