বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মিয়ানমার থেকে দৃষ্টি ফেরাবেন না : নিরাপত্তা পরিষদকে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 মিয়ানমার সীমান্তে সেনাবাহিনীর তৎপরতা জোরদার করার প্রেক্ষাপটে রোহিঙ্গা সংকটের ‘লজিক্যাল সমাধান’ না হওয়া পর্যন্ত বিষয়টি থেকে দৃষ্টি না সরাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, "গত তিন দশক থেকে আমাদের অভিজ্ঞতাটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, দ্বিপাক্ষিক সম্পর্ক যত তাড়াতাড়ি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অন্যত্র চলে যায় ততই তার গতি হ্রাস পায়"। 
তিনি মানবতাবিরোধী সঙ্কট সরেজমিনে দেখার জন্য কাউন্সিলের 15 সদস্যকে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসার আমন্ত্রণ জানান।
আট বছরের মধ্যে প্রথম মিয়ানমার নিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত অধিবেশন বসে। সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “দমন-পীড়নের মুখে স্থানান্তরিত মিয়ানমারের নাগরিকদের তাদের নিজেদের আবাসভূমিতে নিরাপদে ও সসম্মানে ফেরত যাওয়ার ব্যবস্থা করতে হবে।”

রাখাইনের উত্তরাঞ্চলে রোহিঙ্গাদের উপর যে সহিংসতা হয়েছে তা মধ্যাঞ্চলেও বিস্তৃত হতে পারে এবং সেখানে আড়াই লাখ রোহিঙ্গা বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে এই অধিবেশনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি রাখাইনে বেসামরিক রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের সেনা নেতৃত্বকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

তবে মিয়ানমার বরাবরের মতোই রোহিঙ্গাদের উপর নির‌্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছে। বিদ্রোহীদের হামলার পাল্টায় তার দমন অভিযান চালাচ্ছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ