আওয়ার ইসলাম: নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ দিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি সাইয়্যেদ মাহমুদ মাদানি।
জমিয়তে উলামায়ে হিন্দ ও বাংলাদেশ জমিয়তুল উলামার এনজিও শাখা ইসলাহুল মুসলিমিন যৌথভাবে এই ত্রাণ বিতরণ করে।
তিনি মঙ্গলবার বিকেলে কুতুপালং ক্যম্প পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তু উলামার সহসভাপতি ও জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মাদ আলী, বিশিষ্ট আলেম মুফতি রশিদ মকবুল, জমিয়তের মুখপাত্র মাওলানা সদরুদ্দীন মাকনুনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, মাওলানা মাহমুদ মাদানী বিকেলে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ও পাহাড়ের ভিতরে গিয়ে গিয়ে শরনার্থীদের খোঁজ নেন এবং তাদের সাথে কথা বলেন। জমিয়তের পক্ষ থেকে যে সমস্ত মসজিদ নির্মাণ করা হয়েছে তা পরিদর্শন করেন তিনি।
এ ছাড়াও তিনি ফিদায়ে মিল্লাত আস'আদ মাদানীর নামে একটি মসজিদের উদ্বোধন করেন এবং সেখানে রোহিঙ্গা ওলামায়ে কেরামের সাথে মতবিনিময় করেন।
পরে তিনি জমিয়তের দীর্ঘমেয়াদী ত্রাণ কার্যক্রমের সুবিদার্থে এখানে জমিয়তে ওলামায়ে হিন্দ ও ইসলাহুল মুসলিমিনের একটি স্থায়ী ক্যাম্পের উদ্বোধন করেন। এখান থেকে একটি লঙ্গরখানাও চালু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
বুধবার দিল্লির উদ্যেশে রওনা হবেন সাইয়্যেদ মাহমুদ মাদানী।
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে মাহমুদ মাদানি