কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী হিন্দু সম্প্রদায়ের প্রতি দুর্গোৎসবের আলোক সজ্জা কমিয়ে হলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কাজেই রোহিঙ্গাদের জীবন বাঁচাতে এদেশের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়েছে। তাই হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, চলতি দুর্গোৎসবের আলোক সজ্জা কমিয়ে হলেও রোহিঙ্গাদের পাশে দাঁড়ান।
তিনি আরো বলেন, 'মিয়ানমারের সামরিক জান্তাদের নির্যাতনের স্বীকার লাখো লাখো নিরীহ মুসলিম বাঙালি বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে আশ্রয় নিয়েছেন। এদের জীবন চরম বিপর্যয়ের স্বীকার।'
বুধবার শেরপুরের নকলা পৌরশহরের কালিমাতা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শনকালে সমবেত হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে কৃষিমন্ত্রী এ সব কথা বলেন।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মাসুদ-উল আলম, খামারবাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।