অাওয়ার ইসলাম : ফিলিস্তিনের পশ্চিম তীরে একজন ফিলিস্তিনির আক্রমণে তিনজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। নিরাপত্তা রক্ষীদের আক্রমণে ফিলিস্তিনিরও মৃত্যু হয়েছে।
ইসরাইলি পুলিশ বলছে, ওই আক্রমণকারী একটি ইসরায়েলি বসতিতে কাজ করতো এবং বসতিতে ঢোকার গেটের দিকে এগিয়ে যাবার সময় তার গতিবিধি সন্দেহের উদ্রেক করে।
ফিলিস্তিনি লোকটিকে থামানোর চেষ্টা করলে সে খুব কাছে থেকে গুলি চালায়, তাতে দুজন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী এবং একজন সীমান্ত পুলিশ নিহত হয় ।
এর পর নিরাপত্তা রক্ষীদের পাল্টা গুলিতে সে নিজেও মারা যায়। নিহত ফিলিস্তিনির নাম নিমার জামাল।
পশ্চিম তীরএবং পূর্ব জেরুসালেমে ১৪০টি বসতিতে ৬ লাখের বেশি ইহুদি বাস করে। আন্তর্জাতিক আইনে এসব বসতি অবৈধ।
মার্কিন দূত জেসন গ্রিনব্লাট জেরুসালেম সফরকালে এ ঘটনা নতুন উত্তেজনা তৈরি করেছে।
সূত্র : বিবিসি