আওয়ার ইসলাম : আন্তর্জাতিক চাপের মুখে আরেকটু মাথানত হলো মিয়ানমারের। এবার নির্যাতনের মুখে দেশত্যাগ করা রোহিঙ্গাদের যে কোনো মুহূর্তে দেশে ফিরিয়ে নেয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাধর নেত্রী অং সান সুচি।
জাপানের এশিয়ান রিভিউ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সুচি উদ্বেগ প্রকাশ করে বলেন, রাখাইনের চলমান সঙ্কট মিয়ানমারের অর্থনৈতিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে।
তিনি বলেন, মিয়ানমার সরকার অর্থনৈতিক সংস্কারে পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে জোর দিচ্ছে। দারিদ্র্য দূর করতে এ ধরনের আর্থিক সংস্কার প্রয়োজন। দারিদ্র্যের কারণেই উগ্রপন্থার সৃষ্টি হয়।
তবে সুচি আন্তর্জাতিক অঙ্গণে সমালোচনার জবাবে বলেন, কোনো কিছুই অবাক করার মতো নয়। কারণ, অন্য সব মতামতের মতো বিশ্ব মতামতও বদলায়।