ইহুদিবাদী ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম বার্ষিক অধিবেশনে দেয়া ভাষণে তিনি এ দাবি জানান।
মাহমুদ আব্বাস বলেন, ফিলিস্তিনে বর্ণবাদের অবসান ঘটাতে আমাদের সবারই দায়িত্ব রয়েছে। কিন্তু ইসরাইলিরা সবখানে অবস্থান করছে এবং তারা দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে অচল করে দিচ্ছে। এ সময় তিনি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণের নিন্দা জানান।
তিনি আরো বলেন, আমাদের নাগরিকদের বিরুদ্ধে চলমান হুমকির মুখে আমরা ফিলিস্তিনি জনগণ বসে থাকতে পারি না। ইসরাইলের বর্ণবাদী আচরণ আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তাকে বিপদের মুখে ফেলেছে। এ অবস্থা চলতে থাকলে আমরা আমাদের জাতীয় অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা বিকল্প পদক্ষেপ নেব। তবে যে বিকল্প পদক্ষেপই আমরা নেব তা হবে শান্তিপূর্ণ।
গত বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব পাস করেছিল যাতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি বসতি নির্মাণকে অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু তা আজও বাস্তবায়ন করা হয় নি। এ প্রসঙ্গে মাহমুদ আব্বাস বলেন, যদি জাতিসংঘ এ প্রস্তাব বাস্তবায়ন না করে তাহলে কে করবে? এ বিষয়ে ইসরাইলের কোনো সদিচ্ছা নেই বরং এটি জাতিসংঘেরই দায়িত্ব।
আরএম