বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সুচিকে দেয়া পুরস্কার ফিরিয়ে নিলো যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সুচিকে দেয়া পুরস্কার বাতিল করেছে যুক্তরাজ্যের বৃহৎ ট্রেড ইউনিয়ন ইউনিসন।

সুচি যখন কারাগারে ছিলের তখন এ পুরস্কার দিয়েছিল ট্রেড ইউনিয়ন ইউনিসন। সম্প্রতি রোহিঙ্গা হত্যায় তার নীরব ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সংগঠনটি তার পুরস্কার বাতিল ঘোষণা করল।

জানা গেছে, এ সংগঠন ছাড়াও বেশকিছু ব্রিটিশ প্রতিষ্ঠান গণতন্ত্রের দাবিতে আন্দোলনের সময় সু চি’কে দেয়া পুরস্কার ও সম্মানা ফিরিয়ে নেয়ার বিষয়ে পুনর্বিবেচনার কথা ভাবছে।

বৃটেনের ট্রেড ইউনিয়ন-ইউনিসন সুচি’র সম্মানসূচক সদস্যপদও স্থগিত করার কথা জানিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

পুরস্কার বাতিলের বিষয়ে ইউনিসনের সভাপতি মার্গারেট ম্যা’কি এক সাক্ষাৎকারে বলেন, রোহিঙ্গারা যে পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আতঙ্কজনক। এ প্রেক্ষিতে আমরা অং সান সু চি’র সদস্যপদ স্থগিত করেছি। আমরা আশা করি তিনি আন্তর্জাতিক চাপে সাড়া দেবেন।

এদিকে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ও সু চি’কে দেয়া সম্মানসূচক ডিগ্রি পুনর্বিবেচনার কথা জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র জানান, রোহিঙ্গা সংকটে সুচি’র ভূমিকায় আমরা হতাশ।

উল্লেখ্য, মিয়ানমারে কোন জাতিগত সংখ্যালঘু নিধনের ঘটনা ঘটেনি বলে গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন সুচি। সুচি আরো বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষণের ভয় করি না। কারো ঘাড়ে দায় চাপানো বা দায়িত্ব এড়িয়ে যাওয়া মিয়ানমার সরকারের ইচ্ছা নয়। তার এই বক্তব্যের পর আবারও সমালোচনার তীব্রতা বেড়েছে।

জাতিসংঘের হিসেবে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত চার লাখ ৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। প্রতিদিন গড়ে ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে।

সূত্র: দ্য গার্ডিয়ান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ