বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রোহিঙ্গা হত্যা বন্ধ ও অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যা বন্ধের আহ্বান জানালেন সৌদি বাদশা সালমান। তাদের প্রতি যেন কোনো বৈষম্য করা না হয় এবং তাদের অধিকার যেন ফিরিয়ে দেয়া হয় সে জন্য মিয়ানমারকে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে সৌদি আরব।

মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে এ আহ্বান জানানো হয়। একই সঙ্গে এ গণহ্যার বিচারে বিশ্বনেতাদের নিজর দিতে বলেছে সৌদি।

জেদ্দার আল সালাম প্রাসাদে সাপ্তাহিক ওই অধিবেশনে সভাপতিত্ব করেন সৌদি বাদশাহ এবং দুই পবিত্র মসজিদ মক্কা মুকাররমা ও মসজিদে নববির জিম্মাদার সালমান বিন আবদুলআজিজ আল সৌদ।

এর আগে সৌদি আরব রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ সামগ্রীও পাঠিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা মুসলিমদের বিষয়টি সৌদি আরব তুলে ধরেছে বলে জানায় মন্ত্রী পরিষদ। মন্ত্রী পরিষদ রোহিঙ্গাদের ওপর চলা হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং এর বিচার দাবি করেন।

রোহিঙ্গা মুসলিমদের জন্য সৌদি আরব যা করছে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ