আওয়ার ইসলাম : মিয়ানমারে মুসলিম গণহত্যার পক্ষে নির্লজ্জ অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন। এ দু’দেশের ঘণিষ্ঠ মিত্র ইরান। আন্তর্জাতিক অঙ্গণে রাশিয়া ও চীন ইরানকে রক্ষার করার চেষ্টা করছে দীর্ঘ দিন ধরে। তাই মিয়ানমার ইস্যুতে ইরানকে কাঙ্ক্ষিত ভূমিকা দেখছে না মুসলিম বিশ্ব।
বরং এবার ইরানের সুরে এসেছে ভিন্ন মাত্রা। ইরান আরাকানে মুসলিম নিধনের প্রেক্ষাপটে জঙ্গি উত্থানের আশঙ্কা প্রকাশ করেছে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি হাসান রুহানি গতকাল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, সিরিয়া ও ইরাকের আইএস ও আল কায়েদার যোদ্ধারা রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে।
তিনি বলেন, রাখাইনে সহিংসতায় শরণার্থী হয়ে আসা কয়েক লাখ রোহিঙ্গাকে নিয়ে সৃষ্ট সংকটকে নিজেদের কাজে লাগানোর চেষ্টা করতে পারে জঙ্গিরা।
তবে রুহানি মিয়ানমারের হত্যাযজ্ঞ ও নৃশংসতায় উদ্বেগ্ও প্রকাশ করেন।
জাতিসংঘের অভিযোগের ব্যাপারে রুহানিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, চলমান সহিংসতার বিষয়ে মিয়ানমারের নিন্দা জানানো উচিত। আর বাংলাদেশে গত কয়েক সপ্তাহে আশ্রয় নেয়া কয়েক লাখ শরণার্থীর জন্য ত্রাণ পাঠানো দরকার।