সাজিদ নূর সুমন : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ১৫ মিলিয়ন ডলার বা ১২১ কোটি টাকার সহায়তার ঘোষণা দিয়েছেন হারামাইন শরিফের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ।
সৌদি প্রেস এজেন্সিকে দেয়া খবর অনুযায়ী, কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহা এ কথার নিশ্চিত করেছেন।
এছাড়া রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে সালমান সেন্টারের একটি প্রতিনিধি দল বাংলাদশ আসছে।
কিং সালমান সেন্টারের ত্রাণ ও মানবিক বিভাগের কর্মকর্তা এবং সৌদি রয়েল কোর্টের উপদেষ্টা আব্দুল্লাহ আল রাবিহ’র বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি এ সহায়তার কথা জানায়।
আজ ওয়াশিংটনে ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভ সদর দফতরে যুক্তরাষ্ট্র-আরব সম্পর্ক বিষয়ক এক বৈঠকের পর রাবিহ রোহিঙ্গাদের জন্য সহায়তার বিষয়টি প্রকাশ করেন।
তিনি বলেন, রোহিঙ্গা উদ্বাস্তুদের অবস্থা দেখতে সৌদি সরকারের একটি প্রতিনিধি দল বাংলাদেশে যাচ্ছে। এ মুহূর্তে শরণার্থীদের জন্য ত্রাণ, মানবিক সাহায্য ও আশ্রয়সহ আর কী কী সহায়তা প্রয়োজন হতে পারে তা তারা দেখবেন।
রাবিহ বলেন, বাদশা’র নির্দেশে রোহিঙ্গা উদ্বাস্তুদের সহায়তায় আমরা বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছি। এছাড়া আগে থেকেই কয়েকটি প্রকল্পের কাজ চলছিল।
সূত্র - আরব নিউজ