বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সুচিকে নির্যাতন বন্ধ ও রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার আহ্বান ট্রুডোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতন, বর্বরতা অবিলম্বে বন্ধ করে তাদের নাগরিকত্ব দেয়অর আহ্বান জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

অং সান সুচিকে সোমবার এক চিঠিতে এ আহ্বান জানান ট্রুডা। এর আগে তিনি ফোনেও সুচিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার, নিপীড়ন বন্ধ দাবি জানিয়েছিলেন।

কানাডিয়ান প্রেস থেকে জানা যায়, উক্ত চিঠিতে জাস্টিন দ্রুত সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা এবং সেই সাথে রোহিঙ্গাদের দেশে ফিরে নেয়া, তাদের নাগরিকত্ব অধিকার ফিরিয়ে দেয়ার দৃঢ় আহ্বান জানান।

তিনি চিঠিতে আরো উল্লেখ করেন- আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়ে বহির্বিশ্বে সম্মান পেয়েছেন, আপনি একজন সম্মানজনক কানাডিয়ান। তারপরও মিয়ানমারের শক্তিশালী সামরিক বাহিনী রোহিঙ্গাদের হত্যা নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, চার লাখ মানুষকে জবরদস্তিমূলক বাংলাদেশে বিতাড়িত করার মতো নিষ্ঠুর নিপীড়নের মুখে আপনার ক্রমাগত নীরবতা আপনার সাথী কানাডিয়ানরা গভীর বিস্মিত, হতাশ এবং অত্যন্ত বেদনাক্রান্ত। তাই অনুরোধ, মানবাধিকার নিশ্চিত করে তাদের পাশে দাঁড়ান এবং মিয়ানমারকে একটি জাতিগত বিভক্তি থেকে রক্ষা করেন।

আরাকান স্বাধীন করেই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে: জমিয়ত ইউকে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ