আওয়ার ইসলাম : উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই ব্রিটেনের কাছ থেকে ২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার।
আল-জাজিরা এর তথ্য অনুযায়ী, রোববার কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আর আতিয়াহ এবং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন এ সংক্রান্ত একটি চুক্তিপত্রে সই করেন।
প্রথমবারের মতো ব্রিটেনের সঙ্গে প্রতিরক্ষা খাতে কোনো চুক্তি সই করলো দোহা। এর ফলে দুই দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক যেমন জোরদার হবে তেমনি উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা বাড়বে বলে আশা প্রকাশ করেন ফ্যালন।
তবে এই বিমানগুলোর মূল্য গণমাধ্যমের সামনে গোপন রাখা হয়েছে। তবে এর দাম ২’শ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইফুন মডেলের এই শক্তিশালী বোমারু বিমানগুলো মূলত ব্রিটিশ প্রতিরক্ষা দল বিএই সিস্টেমস, ফ্রান্সের এয়ারবাস এবং ইতালির ফিনমে-শানিকা এই তিনটি প্রতিষ্ঠান যৌথভাবে নির্মাণ করে থাকে।
আরএম