বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

রোহিঙ্গা ইস্যু মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, এতে হস্তক্ষেপ নয়: বলল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোহিঙ্গা ইস্যুতে চীনের পর এবার মিয়ানমারের পক্ষে অবস্থান নিল রাশিয়াও। দেশটি মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে অন্য দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে।

গতকাল শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাকারভ এই আহবান জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তা দেশটির ভেতরে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে পারে। আমরা আন্ত:ধর্মীয় সংলাপের ওপর জোর দিচ্ছি।

রাশিয়া জানিয়েছে, ঘর-বাড়ি ছাড়া মানুষদের ফিরিয়ে নিতে মিয়ানমার পদক্ষেপ নিচ্ছে।

এদিকে মিয়ানমারে অবিলম্বে সেনা অভিযান স্থগিত ও রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এমনকি গত বুধবার তার এই আহ্বানের পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অতিরিক্ত সহিংসতার খবরে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাবও পাস হয়েছে।

মিয়ানমারের ভেতরের অংশ বললেও এ গণহত্যার বিষয়টি কিভাবে দেখা হবে তা নিয়ে কিছু বলেনি রাশিয়া। যদিও  এর আগে দেশটি সিরীয় যুদ্ধে অংশ নিয়েছিল।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ