বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কাতার আক্রমণের চূড়ান্ত পরিকল্পনা ছিলো সৌদি আরবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ ২০১৫ সালে কাতারের উপর আক্রমণের পূর্ণ প্রস্তুতি নিয়েছিলো বলে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।মে ২০১৭ সালে ফাস হওয়া একটি মেইলে এমনটিই দেখা যাচ্ছে।

ই-মেইলটি যুক্তরাষ্ট্রে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসুফ আল উতাইবা ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক এলিওট আব্রামস এর মধ্যে বিনিময় হয় মে ২০১৭ সালে।

আলাপচারিতায় উতাইবা বলেন, সৌদির প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজি ২০১৫ সালে মারা যাওয়ার কয়েক মাস পূর্বে কাতারের ব্যাপারে চূড়ান্ত কিছু করার সিন্ধান্ত নিয়েছিলেন।

আব্রামস কিছু্টা বিস্মিত হয়ে হয়ে বলেন, বিষয়টি আমি জানি না। এটা নাটকীয়।

আব্রামস জানতে চান : এটা বাস্তবায়ন করা কতোটা কঠিন ছিলো?

উতাইবা বলেন : এটাই ছিলো উপসংহার। এটা করাও কঠিন ছিলো না।

আব্রাম বোঝাতে চেয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কাতার আক্রমণকে সমর্থন করতেন না। কিন্তু নতুন প্রেসিডেন্ট তা করতে পারেন।

সে পরামর্শ দেয় জর্ডান যেনো কাতারকে নিয়ন্ত্রণ করে। এতে তাদের অর্থনৈতিক সমস্যার সমাধানও হবে এবং কাতারও চরমপন্থাকে সমর্থন করা পরিহার থেকে বিরত থাকবে।

সূত্র : মিডল ইস্ট মনিটর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ