বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বার্মায় হিন্দুরা আক্রান্ত হলেও ভারতের হিন্দু নেতারা নীরব কেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: মায়ানমারে মুসলিমদের পাশাপাশি হিন্দু আক্রান্ত হলেও ভারতের হিন্দু নেতারা এই নির্যাতনের প্রতিবাদ করছে না কেন? প্রশ্ন তুলছেন দেশটির মুসলিম নেতারা।

এ বিষয়ে জমিয়ত হিন্দের রাজ্য সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সালাম বলেন, ‘ভারতের হিন্দুরা চায় রোহিঙ্গা নির্যাতন বন্ধ হোক, কিন্তু বিজেপি ও সংঘ পরিবার তা চাইছে না। বিজেপি এটাকে ধর্ম ভিত্তিক ইস্যু বানাতে চাইছে।

আবদুস সালাম আরও বলেন, আসলে এখানকার হিন্দুত্ববাদী সংগঠনগুলির ভাবনা চিন্তা কেবল ভারতকে নিয়ে, তাতে পৃথিবীর অন্য দেশের হিন্দুদের কী হল, নাহল সেই ভাবনা এদের নেই। এরা মানবাধিকার নিয়েও ভাবে না। এই সব হিন্দুত্ববাদীরা সংকীর্ণ মনা। ভিন্ন জাতি শেষ হলে এদের কোনও যায় আসে না।

জেএনইউ এর গবেষক, হাওড়ার আব্দুল মতিন ভারতের হিন্দুত্ববাদী নেতাদের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, যারা হিন্দুত্ববাদী নেতা সেজে বসে আছে তারা সাধারণ হিন্দুদের নিয়ে চিন্তা করেন না।

তিনি বলেন, আমেরিকায় হিন্দুকে খুন করা হলেও চুপ থাকে। শুধু মুসলিম দেশে কিছু হলে চেঁচায় যাতে ভারতে মেরুকরণের রাজনীতি করা সহজ হয়।

পীরজাদা তামিম সিদ্দিকী থেকে শুরু করে একাধিক মুসলিম নেতা বলছেন, ভারত সরকার রোহিঙ্গা হিন্দুদের জন্য কিছু করুক, কেননা বহু হিন্দু মায়ানমারে খুন হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে।

তবে ভারতের মুসলিম নেতাদের ভাষ্য, হিন্দু নেতরা মনে করেন মিয়ামনার সরকারের টার্গেট রাখাইনকে মুসলিমশূন্য করা। আর এর ফাঁকে কিছু হিন্দু নিহত হতে পারে তাতে কোনো যায় আসে না। কারণ হিন্দু নেতাদেরও টার্গেট মুসলিমরা।

সূত্র: টিডিএন


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ