আওয়ার ইসলাম: রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে কক্সবাজার গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
তার নেতৃত্বে ২৫ সদস্যের একটি টিম আজ সকালে রওনা হয়ে দুপুরে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। উখিয়া ও টেকনাফের বিভিন্ন পয়েন্টে তারা ত্রাণ দেবেন।
এই টিমে রয়েছেন পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, মেজর খালেদ, সাংসদ ইয়াহিয়া চৌধুরীসহ অন্যরা।
তারা প্রথমে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে যাবেন। সেখানে ত্রাণ বিতরণ শেষে কুতুপালংয়ে এসে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন জেলা সাধারণ সম্পাদক।