আওয়ার ইসলাম : রোহিঙ্গাদের জন্য বিএনপির ২২টি ত্রাণবাহী ট্রাক আটকে দেয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ত্রাণ সামগ্রী বিতরণে বাধা দেয়ার প্রধানমন্ত্রী ও সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে।’
গতকাল (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভা চলার সময় কক্সবাজারে দলের ত্রাণবাহী ট্রাক যেতে বাধা দেওয়ার খবর এলে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দিতে গিয়ে আমাদের দল সরকারের বাধার মুখে পড়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, গতকাল (মঙ্গলবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোহিঙ্গাদের দেখতে যাওয়া ও ত্রাণ বিতরণ ছিল লোক দেখানো।
তিনি বলেন, মিয়ানমার থেকে প্রাণের ভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের ব্যাপারে প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন সরকার যদি আন্তরিক হতো, তাহলে অন্তত বিএনপির পক্ষ থেকে যাওয়া উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ত্রাণ বিতরণে বাধা দেওয়া হতো না।’
দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি।