আওয়ার ইসলাম : পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের নেতা ও সাবেক ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। গ্রেফতার এড়াতে তাকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ১ লাখ রূপির স্যিউরিটি বন্ড জমা দিতে বলেছে কমিশন। যথাসময়ে আদালতের নোটিশের উত্তর না দেয়ায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
তেহরিক-ই ইনসাফের দলচ্যুত নেতা আকবর এস বাবর ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। এই মামলার শুনানিতে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আদালতে হাজিরা দিতে বলা হয়।
ইমরান খান প্রাথমিকভাবে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পরিচালনায় নির্বাচন কমিশনের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেন।
তবে গত আগস্টের ১০ তারিখ আদালত ঘোষণা করে যে, এই অবমাননা শুনানির আইনি এখতিয়ার নির্বাচন কমিশনের আছে। আনুষ্ঠানিকভাবে ২৩ আগস্টের মধ্যে কারণ দর্শাওয়ের নোটিশের জবাব দিতে বলা হয়।
ইমরান খান নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে যার প্রেক্ষিতে তার আইনজীবী নির্বাচন কমিশনের কাছে ক্ষমাপ্রার্থনা করেন। তবে পিটিআই চেয়ারম্যান একটি টিভি সাক্ষাতকারে বলেন, তার আইনজীবী নিজে থেকে ক্ষমা চেয়েছেন কিন্তু তিনি ক্ষমা চাননি।