মিয়ানমার সেনাদের অব্যাহত বর্বরতা ও নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের ৫৩ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ভারতীয় ত্রাণবাহী সি-১৭ বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রোহিঙ্গাদের জন্য ত্রাণসামগ্রী পাঠানোর এ কার্যক্রমকে ‘অপারেশন ইনসানিয়াত’ নাম দিয়েছে ভারত। এই কার্যক্রমের আওতায় ভারত রোহিঙ্গাদের জন্য মোট সাত হাজার টন ত্রাণসামগ্রী পাঠাবে। অন্য ত্রাণসামগ্রী পর্যায়ক্রমে পাঠানো হবে।
ভারতীয় ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, চিনি, লবণ, বিস্কুট, গুঁড়ো দুধ, নুডলস ও মশারি।
শাহ আমানত বিমানবন্দরে উপস্থিত থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার কাছ থেকে ত্রাণসামগ্রী গ্রহণ করেন।
এ ত্রাণসামগ্রী শিগগির কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হবে।
রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের পরও মিয়ানমারের পক্ষ নেয়া এবং ভারত থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেয়ার ইস্যুতে ভারতের সমালোচনা হচ্ছিল আন্তর্জাতিক মহলে। এমনকি বিষয়টি নিয়ে জাতিসংঘও আপত্তি করে নিন্দা প্রকাশ করেছে। এর প্রেক্ষিতেই ভারত ত্রাণ পাঠাল বাংলাাদেশে।