আওয়ার ইসলাম : দেশের শীর্ষ আলেম ও ফকিহ মুফতি মিযানুর রহমান সাঈদ বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ কার্যক্রম অংশগ্রহণ করেছেন। তার ব্যক্তিগত উদ্যোগে তিনি এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।
তিনি গতকাল বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রামে যান এবং দুদিন ত্রাণ বিতরণ করে আজ বিকেলে আবার ঢাকা ফিরে আসেন। এর আগে তিনি গত ৮ ও ৯ সেপ্টেম্বর ত্রাণ তৎপরতার জন্য ঢাকা থেকে চট্টগ্রামে দুটি দল পাঠান।
মুফতি মিযানুর রহমান সাঈদ আওয়ার ইসলামকে জানান এ পর্যন্ত তার উদ্যোগে ২৫০ তাবু, ২ হাজার বাশ, কয়েক হাজার তৈরি পোশাক, এক হাজার প্যাকেট তৈরি খাবার ও ২ লাখ নগদ টাকা অসহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হয়েছে।
পোশাকের মধ্যে রয়েছে, থামি, শাড়ি, বোরকা, লুঙ্গি, রুমাল, শিশু পোশাক ইত্যাদি।
এছাড়াও তিনি ৩০ জন রোহিঙ্গা আলেমের মাঝে খাবার, অর্থ, পোশাক (লুঙ্গি, জামা ও রুমাল) বিতরণ করেন।
মুফতি মিযানুর রহমান সাঈদ জানান, তিনি ৩টি পয়েন্টে (উখিয়া, পালংখালি ও দারুত তাহজিব মাদরাসা) ত্রাণ বিতরণ করেন।
আজ ফেরার পথে তিনি কক্সবাজার হাসপাতালে আহত রোহিঙ্গাদের দেখতে যান এবং তাদের মাঝে নগদ অর্থ, কাপড় ও খাবার বিতরণ করেন।
আশ্রয় নেয়া রোহিঙ্গাদের খাবার পানি ও টয়লেটের সমস্যা দূর করতে সেখানে কয়েকটি নলকূপ ও স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন দেশের শীর্ষ আলেম।
তিনি রোহিঙ্গাদের সার্বিক অবস্থা সম্পর্কে বলেন, রোহিঙ্গাদের অবস্থা সত্যি দুর্বিষহ। সহ্য করার মতো না। দেশের প্রতিটি মানুষের উচিৎ রোহিঙ্গাদের মানবিক সাহায্যে এগিয়ে যাওয়া।