আওয়ার ইসলাম: মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে কক্সবাজার যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
দলটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম জানান, দলের উচ্চপর্যায়ের এ প্রতিনিধি দলটি মঙ্গলবার দুপুরে কক্সবাজার এসে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধি দলটি কক্সবাজারে পৌঁছানোর পর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবে। সবশেষে উখিয়ায় অসহায় রোহিঙ্গাদের মাঝে বিএনপির পক্ষ থেকে ওষুধপত্র,খাদ্য সামগ্রীসহ মানবিক সহায়তা দেয়া হবে।
দলীয় সূত্রে জানা যায়, লন্ডনে চিকিৎসাধীন চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে অসহায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে রোববার আট সদস্যের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল গঠন করা করা হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আহ্বায়ক ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রতিনিধি দলের সমন্বয়কারী করা হয়েছে । প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন ও শামসুজ্জামান দুদু।
মাহবুবুর রহমান শামীম আরও জানান, ইতোমধ্যে স্থানীয় বিএনপি অসহায় রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে। দলের হাইকমান্ডের নির্দেশ পেয়ে তিনি (শামীম) নিজেও রোববার থেকে কক্সবাজারে অবস্থান করছেন।