আওয়ার ইসলাম: মিয়ানমারের সব পণ্য বর্জন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী। তিনি বলেন, রোহিঙ্গা গণহত্যা বন্ধে বাংলাদেশসহ বিশ্বকে বার্মিজ পন্য বর্জন করতে হবে এবং মায়ানমারের সাথে সকল সম্পর্ক বন্ধ রাখতে হবে।
রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজারের উখিয়া, টেকনাফ ও কানযরে রোহিঙ্গা মুসলমানদের সাহায্য দেয়ার সময় এসব কথা বলেন।
মাওলানা নূরপুরী বলেন, বিশ্বব্যাপী প্রতিবাদ হতে থাকলেও মায়ানমার সরকার আরকানের মুসলমানদের হত্যা ধর্ষণ, ঘর-বাড়ি জালিয়ে দেয়া অব্যাহত রেখে দেশ ছাড়তে বাধ্য করছে। তাই মুসলিম বিশ্বকে মায়ানমারে সৈন্য পাঠিয়ে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ নামতে হবে।
তিনি মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে যারা বাংলাদেশে এসেছে তাদের আশ্রয়সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্ব মুসলমানদের প্রতি উদাত্ত আহবান জানান।
তিনি ভারত ও চিনকে মানবতার পক্ষে অবস্থান নেয়ার আহবান জানান। অন্যথায় বিশ্বের দরবারে দেশদুটি মানবতা বিরোধী হিসেবে চিহ্নিত হবেন।
উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার সময় আরও উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া জামিআ আশরাফিয়ার প্রিন্সিপাল মুফতী দ্বীন মোহাম্মদ, পুটির কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা ইয়াকুব উসমানী, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মাওলানা কফির উদ্দীন মানিক, হাফেজ মাওলানা শামসুল হক প্রমূখ। কর্মসূচী শেষে প্রতিনিধিদল হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাত করে রোহিঙ্গা মুসলমানদের বিষয়ে বিভিন্ন আলোচনা করেন।