মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভায় তোলা হতে পারে।
আর এমন প্রস্তাব তোলা হলে যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাদের বিরুদ্ধে অবৈধ ও বেআইনী নিষেধাজ্ঞা বা অবরোধের ডাক দেয় তবে তাদের জন্য শুভকর হবে না।
এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ভোটের কারণে নতুন নিষেধাজ্ঞার রায় দিয়েছে।
এই নিষেধাজ্ঞায় তেল ও শ্রমিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সেই সঙ্গে দেশটির নেতা কিম জং উনের সম্পত্তির তথ্য ফাঁসের কথা বলা হয়েছে।