বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

টানা বৃষ্টিতে নাকাল রাজধানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফজর থেকে শুরু হওয়া মুশলধারে বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। একটানা বৃষ্টিতে তলিয়ে গেছে অনেক এলাকা এবং অলিগলি। এতে অফিসগামী মানুষ পড়েছে বিরাট দুর্ভোগে।

নগরীর অলিগলি ও অনেক সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর ফলে দুর্ভোগে পড়তে হয় অফিসগামী মানুষকে।

একইসঙ্গে রাস্তায় জলাবদ্ধতা ও যানজট দেখা দেওয়ার দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। এর পরও গন্তব্য যেতে হচ্ছে নগরবাসীকে। রাজধানীর বেশ কয়েকটি স্থানে এমন দুর্ভোগের চিত্র দেখা গেছে।

এদিকে ভারী বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজধানীর অপেক্ষাকৃত নিচু এলাকায় পানি জমে গেছে।

সেই পানিতে ভাসছে নোঙরা-আবর্জনা। সেই সঙ্গে স্যুয়ারেজের পানি উপচে পড়ছে। আবার অনেক রাস্তায় জমেছে কাদাপানি। এ কারণে সকাল থেকে সড়কে যান চলাচল কিছুটা কম দেখা গেছে। এর ফলে বৃষ্টিতে ঘর থেকে বের হয়ে গন্তব্যে যেতে লোকজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

অন্যদিকে সুযোগ বুঝে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অনেকে অভিযোগ করেছেন।

আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে রাজধানীতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ