হামিম আরিফ: ইসলামিক স্ট্যাট সদস্যদের হামলায় মিশরের সিনাই উপত্যকায় ১৮ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ছাড়াও কয়েকজন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসলামিক স্ট্যাট ওই হামলার পরই ‘আমাক’ ওয়েবসাইটের মাধ্যমে দায় স্বীকার করে।
জানা যায়, সোমবার সন্ধ্যায় সিনাই উপত্যকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালায় আইএস সদস্যরা। বোমা হামলার সঙ্গে সঙ্গে আইএস সদস্যরা বন্দুক নিয়ে গাড়িতে থাকা সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এতে সাথে সাথে প্রাণ হারান ১৮ জন।
এর আগে গত জুলাই মাসে সেখানে আরেক হামলায় ২৩ জন নিহত হয়।
সোমবার নিহতদের মধ্যে দুইজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এছাড়া একজন কর্মকর্তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ হামলায় নিহতদের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সরকারি কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা