আজ বিকেল ৫টায় দশম জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে। অধিবেশনে ৩টি বিল পাস হতে পারে। তবে এবারের অধিবেশন উত্তপ্ত থাকতে পারে ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও পর্যবেক্ষণ নিয়ে।
প্রায় দু’মাস পর বসা এ অধিবেশনে পাশ হতে পারে তিনটি বিল। এর মধ্যে রয়েছে কোড অব সিভিল প্রসিডিউর বিল, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প বিল এবং স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল বিল। এছাড়া আরো ১১টি বিল সংসদে উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ আ স ম ফিরোজ।
তবে এসব আইন ও বিলের চেয়ে এবারের অধিবেশন উত্তপ্ত থাকবে ষোড়শ সংশোধনীর রায় ও পর্যবেক্ষণ নিয়ে। আলোচনা হতে পারে রোহিঙ্গা ইস্যুতেও।