আওয়ার ইসলাম: মিয়ানমারের পুনর্বাসন বিষয়ক মন্ত্রী ইন মিয়াট আয় বলেছেন, যেসব রোহিঙ্গার পরিচয়পত্র আছে তাদের ফিরতে দেয়া হবে। অবশ্যই তাকে প্রমাণ করতে হবে তারা মিয়ানমারের নাগরিক।
শনিবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে তিনি এমন কথা জানান।
তিনি এমন কথা বললেও এখনো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। কারণ অধিকাংশ রোহিঙ্গা দেশটির পরিচয়পত্র পাননি। নানা সময়ে পরিচয় পত্রের ব্যাপারে উদ্যোগ নেয়া হলেও অধিকাংশ রোহিঙ্গাকে পরিচয়পত্র দেয়নি মিয়ানমার সরকার।
ইন মিয়াট আয় বলেন, যেসব রোহিঙ্গা প্রমাণ করতে পারবে যে তারা মিয়ানমারে বাস করতেন এবং মিয়ানমারের নাগরিক শুধু তারাই ফিরে আসতে পারবেন।
কিন্তু বাংলাদেশে আশ্রয় নেয়া বেশিরভাগ রোহিঙ্গাকে মিয়ানমারের নাগরিকত্ব দেয়া হয়নি। ফলে মন্ত্রীর এই বক্তব্যের ফলে মিয়ানমারে খুব কম সংখ্যক রোহিঙ্গা ফিরে যেতে পারবেন।
রাখাইন থেকে রোহিঙ্গাদের উচ্ছেদের লক্ষ্যে সম্প্রতি রাজ্যে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। গত ২৪ আগস্টের পর রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন, নারীদের ধর্ষণ ও হত্যা এবং গুলি করে রোহিঙ্গাদের হত্যাসহ ব্যাপক দমন-পীড়ন শুরু করে সেনাবাহিনী। প্রাণে বাঁচতে রাখাইন ছেড়ে বাংলাদেশ সীমান্তে আসতে শুরু করে রোহিঙ্গারা। ফলে মাত্র দুই সপ্তাহে এ সংখ্যা ২ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে।
ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইরমার আঘাত; আতঙ্কে ৬৩ লাখ বাসিন্দা
৫ মাত্রার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইরমা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানতে শুরু করেছে। এর ফলে আতঙ্ক দেখা দিয়েছে পুরো ফ্লোরিডায়।
এর ফলে ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হয়েছে, ইরমার প্রভাবে শনিবার রাত থেকেই তুমুল ঝড়ো-হাওয়া ও বৃষ্টিপাত শুরু হয়েছে ফ্লোরিডায়। ঝড়ের সর্বশেষ সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। রোববার সকালে পুরোপুরি শুরু হতে পারে ইরমার তাণ্ডব।
বিবিসির খবরে বলা হয়েছে, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গত এক সপ্তাহে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ইরমার তাণ্ডবলীলায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ইরমা আতঙ্কে ও সর্বোচ্চ পরিমাণ ক্ষয়ক্ষতি এড়াতে রাজ্যটির অন্তত ৬৩ লাখ বাসিন্দাকে বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এরা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ।
ফ্লোরিডার গভর্নর রিক স্কট রাজ্যের অধিবাসীদের সতর্ক করে দিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে বলেছেন। এছাড়া ঝড়ের সময় কাউকে বাইরে থাকতে নিষেধ করেছেন।
ইরমা আতঙ্কে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগের মুখে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান। সেইসঙ্গে বাতিল হয়ে গেছে ফ্লোরিডা থেকে সব ধরনের ফ্লাইট।
এরআগে শুক্রবার কিউবা উপকূলে আঘাত হানে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট ৫ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা। এতে কিউবায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা দেয়। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।